গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়)
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
২৮, কাজী নজরুল ইসলাম এভিনিউ, নাভানা জহুরা স্কয়ার, বাংলামটর, ঢাকা-১০০০
আবেদন ফরম
ছবি
(১৮০ * ১৮০)
আবেদনকারীর পরিচয়
টিক চিহ্ন দিন
(০১) পুরোহিত   
(০২) সেবাইত   
(০৩) ভাতা   
ক ) আবেদনকারীর নাম
খ ) মোবাইল নং
গ ) পিতা/ স্বামীর নাম
ঘ ) মাতা
ঙ ) বৈবাহিক অবস্থা
চ ) জন্ম তারিখ
ছ ) শিক্ষাগত যোগ্যতা
জ ) জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন নম্বর
ঝ ) আপলোড জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন
ক্লিক করুন
ঞ ) বর্তমান ঠিকানা
বিভাগ
জেলা
উপজেলা
গ্রাম
ডাকঘর
থানা
ট ) স্থায়ী ঠিকানা
ঠ ) কর্মরত মন্দিরের নাম ও ঠিকানা
আবেদনকারীর বার্ষিক গড় আয়
মন্দির কমিটির সভাপতি / সম্পাদকের / আহ্বায়ক নাম ও পদবী
মোবাইল নং
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আমি যাতে আপনার অধীনে অনুষ্ঠিত পুরোহিত প্রশিক্ষণে অংশগ্রহন করতে পারি তার সু-ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি হয়।
অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন আমি যাতে আপনার অধীনে অনুষ্ঠিত সেবাইত প্রশিক্ষণে অংশগ্রহন করতে পারি তার সু-ব্যবস্থা করতে আপনার সদয় মর্জি হয়।
অতএব মহোদয় সমীপে প্রার্থনা আমাকে একজন পুরোহিত/সেবাইত হিসেবে অত্র প্রকল্প হতে ভাতা প্রাপ্তির মঞ্জুরি জ্ঞাপনে আপনার আজ্ঞা হয়।
ক্লিক করুন
আবেদনকারীর স্বাক্ষর